• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯, ০৮:০৯ পূর্বাহ্নঅাপনার নজর কাড়বে আইফোনের নতুন মডেল

  • আপডেট টাইম : শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮
  • ১৩৫ বার পঠিত
অাপনার নজর কাড়বে আইফোনের নতুন মডেল
অাপনার নজর কাড়বে আইফোনের নতুন মডেল

তথ্য প্রযুক্তির দুনিয়া অন্যতম আকাঙ্ক্ষিত আয়োজন হতে চলেছে ‘২০১৮ আইফোন লঞ্চ’। সেপ্টেম্বরের ১২ তারিখে দিন নির্ধারণ হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপার্তিনোতে স্টিভ জবস থিয়েটারে জড়ো হবেন সবই। এই আয়োজনের বিশেষ আকর্ষণ হলো আইফোন এক্সএস ওলেড মডেলের মোবাইল।

আইফোনের ইতিহাসে সর্বাধিক বিক্রিত এবং সর্বাধুনিক ফোন আইফোন এক্স এর পরের সংস্করণ। যেখানে আরো থাকছে অ্যাপল ওয়াচ সিরিজ ৪। এই আয়োজনে গুজবও রয়েছে ম্যাকবুক এয়ারের রেটিনা ডিসপ্লে উন্মোচিত হওয়ার ।

আইফোন এক্সএস ৫.৮ ইঞ্চি এবং ৬.৫ ইঞ্চি পর্দা নিয়ে আসবে। এই দুটো ফোনই একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করবে। আগের আইফোন এক্স এর ডিজাইনের সঙ্গে অনেকটা মিল রয়েছে বলে জানাচ্ছেন বিভিন্ন জন। এ ছাড়াও সেপ্টেম্বরে আসবে কমমূল্যের ৬.১ ইঞ্চির এলসিডি পর্দার আইফোনও। এক্সএস মডেল দুটো পৃথিবীর বিভিন্ন বাজারে পৌঁছাতে শুরু করবে সেপ্টেম্বরের শেষের দিকে। এমনটাই জানিয়েছে নাইনটুফাইভম্যাক।

 

কনফিগারেশনের আগাম তথ্য দিতে ওস্তাদ মিং-চি কুয়ো। তিনি জানান, দুটো ওলেড মডেলের স্পেসিফিকেশন প্রায় একই হবে। এর মধ্যে আছে সর্বসাম্প্রতিক এ১২ চিপসেট, ৪জিবি র‍্যাম এবং ৬৪জিবি/২৫৬জিবি/৫১২জিবি স্টোরেজ। পেছনে ১২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। ৫.৮ ইঞ্চি ডিসপ্লে। মোবাইলের দাম শুরু হবে ৮০০ ডলার থেকে। আর ৬.৫ ইঞ্চির দাম শুরু হবে ৯০০ ডলার থেকে।

Facebook Commentsনিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..