• E-paper
  • English Version
  • শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯, ১০:১৯ পূর্বাহ্নঢাবির ‘ঘ’ ইউনিটে উত্তীর্ণদের পুনরায় ভর্তি পরীক্ষা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮
  • ৪৬ বার পঠিত
ঢাবির 'ঘ' ইউনিটে উত্তীর্ণদের পুনরায় ভর্তি পরীক্ষা
ঢাবির 'ঘ' ইউনিটে উত্তীর্ণদের পুনরায় ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতকে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বাতিল করা হয়েছে। মঙ্গলবার ডিনস কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে এ ইউনিটে পাস করা প্রায় সাড়ে ১৮ হাজার পরীক্ষার্থীকে আবারও পরীক্ষা দিতে হবে।

গণমাধ্যমেকে এসব তথ্য নিশ্চিত করেছেন আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সাইয়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মাকসুদ কামাল ।

তিনি জানান, ‘ঘ’ ইউনিট পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. সাদেকা হালিম পরীক্ষা কমিটির অন্য সদস্যদের সঙ্গে বসে পরীক্ষা গ্রহণের প্রস্তুতি ও দিনক্ষণ বিষয়ে আগামীকাল বুধবার সিদ্ধান্ত নেবেন।

প্রসঙ্গত, গত ১২ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত ‘ঘ’ ইউনিটে সম্মান ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু পরীক্ষা শুরুর পূর্বেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। পরে এর প্রতিবাদে দেশব্যাপী সমালোচনার ঝড়, ক্যাম্পাসে তীব্র আন্দোলন হয়। এমনকি এই পরীক্ষার ফল বাতিল চেয়ে হাই কোর্টে একটি রিট আবেদনও করা হয়।

Facebook Commentsনিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..