• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯, ০৮:১০ পূর্বাহ্নআমাকে কাঁদিয়ে ছেড়েছেন প্রভু দেবা : ক্যাটরিনা

  • আপডেট টাইম : শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮
  • ৩৫ বার পঠিত

আসন্ন ছবি ‘থাগস অব হিন্দুস্তান’ এ ক্যাটরিনার ‘সুরাইয়া’ চরিত্রটি ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকের। ছবির গানে জনপ্রিয় কোরিওগ্রাফার প্রভু দেবার ইশারায় নেচেছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তবে পর্দার পেছনের রিহার্সালে অক্লান্ত পরিশ্রম করতে গিয়ে কোরিওগ্রাফার অনেক সময়ই তাকে কাঁদিয়েছেন বলে জানান এই অভিনেত্রী।
বলিউডের কঠোর পরিশ্রমী অভিনেত্রীর নামের তালিকায় শুরুতেই আছে ক্যাটরিনা। ‘থাগস অব হিন্দুস্তান’ ছবিতে তার নতুন নাচ দেখে অনেকেই বলেছেন, ‘নিজেকেই নিজে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ক্যাট।’
তবে নতুন স্টাইলে নাচা মোটেও সহজ ছিল না বলে সম্প্রতি রিহার্সালের একটি ভিডিও শেয়ার করেছেন ‘চিকনি চামেলি’ খ্যাত এই অভিনেত্রী।
ইনস্টাগ্রামে নাচের রিহার্সালের ওই ভিডিওর ক্যাপশনে ক্যাটরিনা লিখেছেন, ‘প্রথমে যখন সুরাইয়ার কোরিও দেখেছিলাম, ভেবেছিলাম এটা কি জ্যাজ, না ব্যালে না লোকনৃত্য… কিন্তু আসলে ওটা প্রভু দেবার সঙ্গে ডান্স। আসলে ওর স্টাইলটা কী সেটা বোঝা যায় না,কারণ ওটা অতটাই অন্যরকম।’
ক্যাটরিনার দাবি, ‘এই নাচ তোলার রিহার্সালে কখনও কখনও চোখে জল চলে এসেছিল। কারণ এতটাই পরিশ্রমের ছিল সেই প্রয়াস। মাঝে মাঝে কাঁদিয়ে ছেড়েছেন প্রভু দেবা।’
ভারতের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন,আমির খান, ফাতিমা সানা শেখ ও ক্যাটরিনা অভিনীত এই ছবিটি আগামী ৮ নভেম্বর মুক্তি পাবে।

Facebook Commentsনিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..